
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলা যুবদলের আহবায়ক কারাবন্দী মজিবুর রহমানের জামিন তদারকি করতে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী পপি আক্তার (৩৩) মারা গেছে। সম্প্রতি মজিবুর রহমানকে পুলিশ আটক করে কুমিল্লা জেলে পাঠালে তাঁর জামিনের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী পপি আক্তার ঢাকা থেকে নিয়মিত কুমিল্লার আদালতে উপস্থিত হতেন। আট মাসের অন্তঃসত্ত্বা পপি আক্তার গত পরশু কুমিল্লা আদালত পাড়ায় অসুস্থ হলে তাঁকে রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওখানে তিনি মৃত সন্তান প্রসব করে, এর পর অতিরিক্ত রক্ত ক্ষরনে মঙ্গলবার সন্ধ্যায় পপি আক্তার মারা যায়। মজিবুর রহমান জামিন লাভ করলেও স্ত্রী মারা যাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মৃত্যু কালে পপি আক্তার দুই ছেলে রেখে গেছেন। বুধবার মজিবুর রহমানের গ্রামের বাড়ি শাহপুর মোল্লা পাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে ঈদগাহ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়।