sliderস্থানীয়

কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠ দানের অনুমতি পেলো তিতাসের মঙ্গল কান্দি মাদরাসা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গল কান্দি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা চার বছরের জন্য কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠ দানের অনুমতি পেয়েছে। উপাচার্য মহোদয় এর অনুমতি ক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিদর্শন দফতর থেকে অনুমতি পত্রে স্বাক্ষর করেন সহকারী পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ড.জাভেদ আহমাদ ও সেকশন অফিসার মাদরাসা পরিদর্শন দফতর এসএফএম আস আদ আউয়াল। কুমিল্লা জেলার তিতাস উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সাবেক বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা আলীয়া মাদসার প্রিন্সিপাল মরহুম মাওলানা মুহাম্মদ ইয়াছিন সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলকান্দি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাকে কামিল মাদরাসায় ( স্নাতকোত্তর ) উন্নীত করায় মাদ্রাসার বর্তমান সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুনিব ও সদা-হাস্যজ্বল, সুদক্ষ প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সহ মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জেলার চান্দিনা আল আমিন ও দাউদকান্দি দশপাড়া ছাড়া আশেপাশের কয়েকটি উপজেলার মধ্যে কোথাও কামিল মাদরাসা না থাকায় এই সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়। মামুনুর রশীদ মামুন নামে একজন প্রাক্তন শিক্ষক তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, পেশাগত (শিক্ষকতা) জীবন শুরু হয়েছিল এই মাদরাসা থেকে তাই এই মাদ্রাসাটির সফলতায় নিজের সফলতা অনুভব করি। মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতায় মাদ্রাসাটির সুনাম ছড়িয়ে পড়–ক সারা বিশ্বে এমন প্রত্যাশা কামনা করছে মাদরাসা সংশ্লিষ্ট সকলে।

Related Articles

Leave a Reply

Back to top button