sliderস্থানীয়

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। ফরহাদ সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে মহাসড়কস্থ ফেনী অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাটি সড়কের উল্টো পথ দিয়ে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামের থেকে ঢাকামুখী লেনে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা চালক ফরহাদকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাভার্ডভ্যান ও অটোরিক্সাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button