sliderস্থানীয়

কাপাসিয়া বাশঝোপ থেকে ব্যবসায়ী মরদেহ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চারবাড়ীয়া গ্রামে বাশ ঝোপ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম জামাল উদ্দিন(৫৫)। সে কাপাসিয়া উপজেলার চারবাড়ীয়া গ্রামের মৃত আ. খালেকের ছেলে।

সে কাপাসিয়া উপজেলা সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এর মামা।

নিহতের স্ত্রী নারগিস বেগম বলেন, গতকাল মঙ্গলবার সকালে আমাকে বলছে, আমি দোকানে যাই। তুমি নামাজ পড়। এর পরে সে আর বাড়ীতে আসে নাই। অনেক খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি।

তিনি বলেন, পরে আমি স্থানীয় মেম্বার কাছে যাই। মেম্বার দুই দিন অপেক্ষা করে সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, আজ বুধবার বিকাল ৩ টার দিকে আমার স্বামীর বড় ভাই বরকত আলী বাশ ঝোপের ভিতরে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

তিনি বলেন, বাড়ীতে এক ছেলে এক মেয়ে নিয়ে সুখে আছি। তাহলে কেন এ ঘটনা ঘটেছে তা আমরা বলতে পারবোনা বলে কান্না শুরু করে দেন।

নিহতের ছেলে কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান শুভ (২১) (০১৭৫২০৭৬৮৮৭)বলেন, আমি গ্রাম পাহাড়ায় ছিলাম। ভোরে গ্রাম পাহাড়া থেকে এসে আর বাবাকে পাইনি।

কাপাসিয়া থানার এস আই আমিনুল হক জানান, লাশ সুরতহাল করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিন্হ রয়েছে। পেটে বুকে বিভিন্ন স্থানে দাগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button