কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কর্মবিরতি থেকে ফিরে কাপাসিয়া থানা পুলিশ আজ সোমবার দুপুর থেকে পুরোদমে কাজ শুরু করেছে, এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে । কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার
নেতৃত্বে কাপাসিয়া বাজারে গিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে খোলামেলা কথা বলেন এবং মানুষের আস্হা ফিরাতে তৎপরতা দেখান। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ অপারেশন সন্জয় সাহা, থানার এসআই আই মো.সালাহ উদ্দিন, এস আই সাদিক,এস আই শামীম,এস আই মিন্টুসহ থানার এএসআই ও কনস্টেবলরা।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো.আবুবকর মিয়া জানান অন্তর্বন্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখায়াত হোসেন ও মহাপুলিশ পরিদর্শকের মো. মইনুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক কাজে ফিরেছি। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন করার আঙ্গিকার ব্যক্ত করছি।