কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ৫

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া কিশোরগঞ্জ মহাসড়কের বালু ভর্তি দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত রয়েছে।
আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহতরা দুই ট্রাকে কর্মরত কনডাক্টর ও শ্রমিক, জানান স্থানীরয়া।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মহাসড়কের ঢাকা কাপাসিয়া-রাজাবাড়ী সংলগ্ন নালিয়াটেক এলাকায় এ দুর্ঘটনায় ঘটছে। শ্রীপুর থানার ডিউটি অফিসার এস আই ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনাস্থলে থানা থেকে সোহেল আল মামুন উদ্ধার কাজে চলে গেছেন।
প্রত্যক্ঝদর্শী ইমরান খান জানান, আমি ঘটনাস্থলে আছি। দুই ট্রাকের অন্তত পাঁচ জনকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বালু ভর্তি একটি ডিস্ট্রিক্ট বড় ট্রাক গাজীপুর থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলো। আরেকটা বালু ভর্তি ড্রাম ট্রাক কাপাসিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাক দুটো রাজা বাড়ী নালিয়াটেকি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
মহাসড়কের দুর্ঘটনা কবলিত স্থানের দুপাশে যাত্রীবাসসহ অর্ধশতাধিক যান আটকে আছে।যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানায় পুলিশ।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।