
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানকে সভাপতি, শিক্ষা অফিসার রমিতা ইসলাম কে উপজেলা কমিশনার, কলেজ শিক্ষক শাহ জামান মাসুম পুনরায় সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সিমিন হোসেন রিমি বলেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি শিশু পানিতে পড়ে মারা যায়। স্কাউটের শিশুরা সাঁতার প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন ও শাপলা কাব এওয়ার্ড লাভ করে।