কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক, কাপাসিয়ার সিনিয়র সাংবাদিক, এফ এম কামাল হোসেনের মমতাময়ী মাতা অনোয়ারা ফকির (৯০) ইন্তেকাল করেছেন। তিনি রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কাপাসিয়া সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের সহধর্মীনী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাড়ির পাশের উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারীক কবরস্থানে স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়।
এফ এম কামাল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, গাজীপুর জেলা বিএনপির সাধার সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধার সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইন, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম, কাপাসিয়া প্রেস ক্লাব, গাজীপুর ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।