sliderস্থানীয়

কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম লুৎফর রহমান।
জানা গেছে, এ বছর রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি বারি-১৭ জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পেঁয়াজ, মুগডাল বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button