sliderস্থানীয়

কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ৩, আটক ৬

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৩ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়। ঘটনার পর রবিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। শনিবার (১২ মার্চ) মধ্য রাত ১২ টায় কাপাসিয়া উপজেলার সীমান্তবর্তী সন্মানীয়া ইউনিয়নের দক্ষিনগাও (চরপাড়া) গ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলম সরকারের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো দক্ষিনগাও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম হোসেন (১৭), হিরন মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং অপর আলম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) নিহত হয়।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ফয়সাল (১৬), কুচেরচর গ্রামের মোস্তফার ছেলে বেলায়েত হোসেন (২৩), কোচেরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শেখ শাহেদ (১৬), কাপাসিয়া উপজলার চরসনমনিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে মারুফ হোসেন (১৫)। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাপাসিয়ার চর আলীনগর গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদের স্ত্রী মারিয়ার ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে নরসিংদীর সীমান্তবর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ইয়াসিনের সহযোগী একদল ছেলের সাথে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানীয়া ইউনিয়নের দক্ষিনগাও (চরপাড়া) গ্রামের নাঈমের সাথে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা একে অপরকে ছুরিকাঘাতে আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও হিরনকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত রবিনকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় স্থানীয় জনতা ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্য আহত দু’জন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম জানান, আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্বজনেরা অভিযোগ দেওয়ার পর মামলা রুজু করা হবে। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button