
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য ও উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের বালুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, এল ডি ডি পির প্রকল্পের কর্মকর্তা ডা: শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। পরে প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।
প্রদর্শনীতে ৫০ টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গাভী, বাছুর, ছাগল, ভেড়া, কবুতর, মুরগি, ঘোড়া, প্রাণিসম্পদের আধুনিক যন্ত্রপাতি, দই, মিষ্টি, দুধ, ঘি, মাখন, ঘাস নিয়ে খামারিরা প্রদর্শনীতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রত্যেক খামারিদের মাঝে সনদ ও তিন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।