sliderস্থানীয়

কাপাসিয়ায় পানিবন্দি ৩০ পরিবার, বসতঘরে ফাটল

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ৩০ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে । এত বসতঘড়,ফসলি জমি হুমকিতে পড়েছে। দেইলগাও গ্রামের কামাল হোসেন এর বসতঘরে ফটল দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শিপু ও এলাকাবাসীরা জানান বড়চালা গ্রামের আবুল,মাসুদ ও ফারুক হোসেন পূর্ব শত্রুতার জেরে পানিপ্রবাহ বন্ধ করে দিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এতে স্থানীয় কামাল হোসেন, শামীমা, কাজলা, আতর, বাতেন মাহাবুবসহ ৩০ পরিবার অসহায় হয়ে পড়ে। ঘুর্ণিঝড় রিমালের
কারণে অতিবৃষ্টিতে পানিবেড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ব্যবসায়ী আতর আলী জানান অসহায় রিক্সা চালক কামাল হোসেন বসতঘর ভেঙে পড়েছে আরো ৪ টি ঘর হুমকিতে রয়েছে। পরে
এলাকাবাসীর দাবির মুখে ইউপি সদস্য আবুল কালাম শিপুর নেতৃত্বে শত শত নারী পুরুষ বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহাব খান খোকা বলেন আমি ঘটনা শুনেছি পানি নিষ্কাশনের ব্যবস্ধস্থ ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে
উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করবো।

Related Articles

Leave a Reply

Back to top button