আসাদুল্লাহ মাসুম,কপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে মোল্লা ফিলিং স্টেশন এন্ড এলপিজিকে পরিমাপে কারচুপির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম গোলাম মোর্শেদ খান। ২০ জুন বিকালে অভিযানে অংশ নেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) একটি টিম এবং কাপাসিয়া থানা পুলিশ।