কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম । আজ রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা তামান্না তাসনীম উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে কাপাসিয়া উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এএফ কামাল ফকির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শাহীন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন চৌধুরী কামাল, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নুরুল আমিন সিকদার, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসেন শামীম প্রমুখ।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিনসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম ৭ নভেম্বর উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।