sliderস্থানীয়

কাপাসিয়ায় তেল কম দেয়ায় পাম্প মালিককে জরিমানা

আসাদুল্লাহ মাাসুম, কাপসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় তেল মাপে কম দেওয়ার অভিযোগে তিন ফিলিং স্টেশন মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার জামিরাচর ও কাপাসিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এমকেএম লুৎফর রহমান।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। অভিযানের সময়
তেলের মিটার পরীক্ষা করে দেখা হয়। ৫ লিটার তেল নিয়ে তা অন্য পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হয়। দেখা যায়, প্রতি লিটার
জ্বালানিতে প্রায় ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এই কারচুপি এমনভাবে করা হচ্ছে যা সাধারণ ক্রেতারা সহজে
অনুমান করতে পারে না।
তিনি আরো জানান, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০০৮ এর ২৯ ধারায় দ্বীন ফিলিং স্টেশন মালিককে ১ লাখ, মেহেরুন্নেছা ও নেমো ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করে মিটার ঠিক করতে বলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিসের সিনিয়র এক্সজামিনার কামরুল পলাশ ও ইন্সপেক্টর
মেট্রোলজি আবিদ হাসনাত এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button