আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া আয়োজিত রায়েদ ও টোক ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি সরিষা ১৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: রফিকুল ইসলাম খান, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, গাজীপুর, আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আশিষ কুমার কর, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, গাজীপুর ও অত্র প্রকুল্পের মনিটরিং অফিসার নাজমুল কবির। কাপাসিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক। অনুষ্ঠানে আমরাইদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন সহ শতাধিক কৃষক ।