আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর জলবায়ু বান্ধব উন্নত ধান চাষ প্রকল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে কাপাসিয়া উপজেলা বন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে এ কার্যক্রম হয়। এ সময়ে জলবায়ু সমস্যা এবং এ থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইন্জিনিয়ার খালেকুজ্জামান
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ বিভুতি ভূষন সরকার । প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ। ঢাকা জোনের জোনাল ম্যানেজার এম এ মান্নান ।
এসময় বক্তারা পরিবেশে জলবায়ুর প্রভাব এবং জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কাজ করছে সে বিষয়ে আলোকপাত করেন।