আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কাপাসিয়া শাখা সংসদের ত্রয়োদশ সম্মেলন কাপাসিয়া কার্যালয় প্রাঙ্গণে ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন নুরুল আমীন সিকদার।
কাপাসিয়া সংসদের সভাপতি নুরুল আমীন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার উপস্থিত ছিলেন।
সংসদের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মানববেন্দ্র দেব, উদীচী কাপাসিয়া শাখার সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, কেন্দ্রীয় সংসদের সদস্য শেখ আনিছুর রহমান, গাজীপুর জেলা সংসদে ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া, গাজীপুর জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক কানিস উর রহমান, অ্যাডভোকেট সারওয়ার ই কায়েনাত, শাকিল হাসান প্রমুখ।