কাপাসিয়ায় অসহায় পরিবারকে অটো প্রদান

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার এক অসহায় পরিবারকে অটো রিকশা প্রদান করেন সম্প্রীতির টোক। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নের এন এস স্পোটিং ক্লাবের কার্যালয়ে অটোরিকশার চাবি প্রদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান।
টোক ইউনিয়নের টোক নগর গ্রামের হত দরিদ্র মজিবুর রহমান মজি চার ছেলে মেয়ে রেখে স্বামী স্ত্রী দুইজনই মারা যান। ছেলে- মোজাম্মেল(১৩), মোশাররফ(১০), সাদিয়া(৯), মোবারক (শারিরীক প্রতিবন্ধি) (৭) স্ত্রী মরহুম রাজিয়া।
সম্প্রীতির টোক এর উদ্যোগে অসহায় মজিবুর রহমানের পরিবারকে ২৪ শতাংশ ইজারা জমির দলিল যার মূল্য ৭৫,০০০/- ও একটা নতুন অটো যার মূল্য ১,৩০,৫০০/- হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডঃ মোঃ আমানত হোসেন খাঁন, মানবতারঘর এর প্রতিষ্ঠাতা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, সম্প্রীতির টোক এর সজল প্রধান প্রমুখ।