slider

কাপাসিয়ায় অপরিষ্কার স্থানে পণ্য উৎপাদন ২ বেকারিকে জরিমানা

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় অপরিষ্কার স্থানে পণ্য উৎপাদন করায় কাপাসিয়া ইউনিয়নের জেসমিন বেকারি ও ভাই ভাই বেকারি কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়।
বুধবার (২৬ জুন) ওই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপাসিয়া উপজেলা
নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান ।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি,
উৎপাদিত বিস্কুট খাদ্য সামগ্রী ও কেক তৈরির অপরাধে কাপাসিয়া সদর ইউনিয়নে জেসমিন বেকারি ও ভাই ভাই বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পৃথক ২টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কারখানার মালিক কে মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন সকল কর্মচারীকে
নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে
কারখানা বন্ধ করা হবে বলে সতর্ক করা হয়। অভিযানে কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button