sliderস্থানীয়

কাপাসিয়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: প্রাণিসম্পদে ভরবো দেশ “গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের বালুর মাঠে ১৮ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান, কাপাসিয়া উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, কাপাসিয়া থানার অফিসার(অপারেশন) সন্জয় সাহা, উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি, সাংবাদিক নূরুল আমীন সিকদার।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গবাদি পশু গরু, ছাগল, ভেড়া,মহিষ, দুম্বা, কবুতর ,হাঁস, মুরগি, বিভিন্ন জাতের পাখি সহ খামারিদের তৈরি মিষ্টি,দই, মাখন, ঘি, পনির সহ প্রান্তিক খামারিরা বিভিন্ন ধরনের উপকরণ ও গবাদি পশু খাদ্য প্রদর্শনীতে থাকবে এত তথ্য নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি বলেন বৃহস্পতিবার দিন ব্যাপী প্রদর্শনীতে খামারীদের গবাদি পশু ও পাখি নিয়ে অংশগ্রহণ করবে, এই প্রদর্শনী দেখার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button