কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ হেফাজতে ইসলাম কাপাসিয়া শাখার উদ্যোগে সমকালীন প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করা হয়। ১০ আগস্ট শনিবার দিনব্যাপী প্রথম পর্বে উপজেলার কাপাসিয়া সদর, তরগাওঁ ও চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে এই মতবিনিময় সভা করেছেন।
কাপাসিয়া উপজেলা কওমি পরিষদের সভাপতি মুফতি আজমল হুসাইন কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মজিবর রহমান, কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া জয় কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী, রান্টু চক্রবর্তী প্রমুখ।