slider

কাপাসিয়ায় বিনামূল্যে ছাগল ভেড়াকে টিকা প্রদান কার্যক্রম শুরু

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে অধীনে এবং পিপিআর ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে ।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পিপিআর ভ্যাকসিন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আতিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিপিআর ভ্যাকসিন কার্যক্রম ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম বেলায়েত হোসেন,মোঃ আরিফ হোসেন,সোয়েল বণিক ও কাজী রাজীব প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ একেএম আতিকুর রহমান বলেন বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন ১ অক্টোবর হতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ১১ ইউনিয়নে ৯৯ ওয়ার্ডে সর্বমোট ৬৫ হাজার ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। তিনি আরো বলেন প্রতি ওয়ার্ডে দুইদিন করে আগামী ১৮ দিনব্যাপী পিপিআর টিকা কার্যক্রম চলবে। কাপাসিয়া উপজেলাকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তর কাজ করে যাচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button