sliderস্থানিয়

কাপাসিয়ায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছেন ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.এম এ হাসেম চৌধুরী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চাঁদপুর ও রাণীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

একান্ত সাক্ষাৎকারে প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী বলেন,“দলীয় হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে আমি কাপাসিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুশাসনভিত্তিক, সন্ত্রাস ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ে তোলাই আমার লক্ষ্য। স্বাধীনতার পর থেকে এই এলাকা উন্নয়ন ও কর্মসংস্থানে অবহেলিত ছিল। আমি শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প উন্নয়নে গুরুত্ব দিতে চাই।”

এ সময় তিনি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর মাঠপর্যায়ের এই কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতির অংশ। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button