
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি :কানাডিয়ান হাইকমিশনার ও প্রতিনিধি দল রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
আজ ২৩/০৫/২০২৩ বেলা অনুমান-১০.২০- মিনিট থেকে ১১.১০ মিনিট সময় পর্যন্ত পরিদর্শনে ছিলেন।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র কমিউনিটি ক্লিনিকে কানাডিয়ান হাই কমিশনার ও তার প্রতিনিধি দল পরিদর্শন করেন ।
উক্ত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। Lilly Nicholls Canadian High Commissioner ।
Joe Goodings Head of Cooperation । ডা: মোঃ মনজুর-এ-মোর্শেদ,সিভিল সার্জন, কুড়িগ্রাম।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। ডা: মোঃ মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজারহাট।
এছাড়াও উপস্থিত ছিলেন কানাডিয়ান হাই কমিশনারের প্রতিনিধি দল ও অত্র কুড়িগ্রাম জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক প্রমূখ।
উক্ত কানাডিয়ান হাইকমিশনারের সফরকালীন সময়ে রাজারহাট থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটিতে ছিলেন। পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে ছিলেন।