slider
কাঠালিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ বিদ্যুত কর্মী নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২বিদ্যুত কর্মী নিহত হয়েছেন। কাঠালিয়া উপজেলার নিয়ামতপুরা মোল্লা বাড়ির সামনে বিকাল সাড়ে ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। কাজ যাওয়ার পথে বিদ্যুৎ লাইনের ছিড়ে নিচে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হন উপজেলার মরিচবুনিয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪২) এবং লাইনম্যান মনির হোসেন(৩৫)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমা রানী সরকার মৃত্যু ঘোষণা করেন। নিহতরা উপজেলা নেয়ামতপুরা গ্রামে বিদ্যুতের লাইন মেরামতের কাজে যাচ্ছিলেন।
মিজানুর রহমান মরিচবুনিয়া পল্লী বিদুৎ অভিযোগ কেন্দ্রের ইর্নচার্জ এবং মনির হোসেন মরিচবুনিয়া পল্লী বিদুৎ এর লাইন ম্যানের দায়িত্ব ছিলেন।