sliderস্থানীয়

সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস

সুনামগঞ্জ সংবাদদাতা : “থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজ ১৮ই ডিসেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধিগন,বিদেশ প্রত্যাশী অভিবাসী কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী। অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরেণ প্রেজেন্টেশন করেন অধ্যক্ষ সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষন কেন্দ্র অধ্যক্ষ মোঃ আব্দুর রব। এই বৎসর সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী ব্যাংক হিসেবে সম্মাননা স্বারক প্রাপ্ত হয় সুনামগঞ্জ ডাচ বাংলা ব্যাংক লিঃ সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি।
পরবর্তীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সুনামগঞ্জ টিটিসি ক্যাম্পাসে বিদেশগমন ইচ্ছুক কর্মীদের মধ্যে ফুটবল ও বলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button