একজনের সাথে প্রেম করে অন্যজনের সাথে বিয়ে করার ঘটনা হরহামেশাই ঘটছে আমাদের চারপাশে।কাউকে ভালোবাসা আর কারো প্রতি প্রেমে পড়া আসলে এক বিষয় নয়।
তবে এই প্রেমিক সবার থেকে আলাদা। তিনি ভালোবাসেন দুজনকে। কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না। কী আর করা? তাই দুই বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ওই প্রেমিক।
তার এই সিদ্ধান্তে অবশ্য সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, আজব এই ঘটনা ঘটেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এয়ারতরপে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে এক ব্যক্তির একসঙ্গে চারজন স্ত্রী রাখার বৈধতা আছে।
গত ১৭ আগস্ট ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন হয় তাঁদের। অদ্ভুত হলেও এক বিয়ের আসরেই দুই নারীর হাত তুলে দেওয়া হয় ওই প্রেমিক যুবকের হাতে। খবরে বলা হয়, সামাজিক প্রথা অনুযায়ী দুই স্ত্রীকে ভালো অঙ্কের পণও তিনি দিয়েছেন বিয়ে করার জন্য।
বহুগামিতা ইন্দোনেশিয়ায় নতুন নয়। দেশের আইন মেনেই একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ। তবে সব স্ত্রীকে পর্যাপ্ত মর্যাদা দিতে হয় ওই আইনে।
দুই প্রেমিকাকে এক সঙ্গে বিয়ে করা ওই ব্যক্তির নাম না জানা গেলেও সেখানকার এক সংবাদ মাধ্যমকে ওই ব্যক্তি জানিয়েছেন, কোনও প্রেমিকাকে আঘাত না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি
খবরে আরও বলা হয়, অনেক দিন ধরেই দুই নারীর সঙ্গে প্রেম ছিল ওই যুবকের। কিন্তু কোনো বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন তিনি।
এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করার ছবি-ভিডিয়ো ফেসবুকে আপলোড করেছেন অনি পুরওয়ানি নামের এক মহিলা। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্টটি।