sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

কলম্বিয়া সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তজুড়ে সামরিক মহড়া শুরু করেছে। যেকোনো ধরনের বৈদেশিক আগ্রাসন মোকাবেলার লক্ষ্য নিয়ে এই মহড়া শুরু করল ভেনিজুয়েলা।
ভেনিজুয়েলা এবং কলম্বিয়ার মধ্যে যখন রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন কারাকাসের পক্ষ থেকে এই সামরিক মহড়া শুরু হলো। গতকাল (মঙ্গলবার) শুরু হওয়া এ মহড়ায় ভেনিজুয়েলার দেড় লাখ সেনা অংশ নিয়েছে। এর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ট্যাংক এবং ক্ষেপণাস্ত্রবাহী সামরিক যান। এসব সেনা ও সামরিক যান ভেনিজুলিয়ার তাচিরা অঙ্গরাজ্যের লা ফ্রিয়া বিমানবন্দরের আশপাশে অবস্থান নিয়েছে। ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক অপারেশনাল কমান্ডার রেমিজিও সেবালোস জানিয়েছেন।
মহড়া আগামী কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। কমান্ডার সেবালোস বলেন, আমরা সারা বিশ্বের সব সেনাবাহিনীকে সম্মান করি তবে আমরা কাউকে ভয় করি না।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Back to top button