sliderউপমহাদেশশিরোনাম

কলকাতায় ফ্লাইওভার ধসে শতাধিক হতাহত

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ। এতে এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে কলকাতা বড়বাজারসংলগ্ন গণেশ টকিজ এলাকায় ফ্লাইওভারটি ভেঙে পড়ে। অসমর্থিত একটি সূত্র নিহতের সংখ্যা ১৪ জন বলে জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার আটকে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়া ফ্লাইওভারের দুই পাশ ঘেঁষে কয়েকটি বহুতল ভবন দেখা গেছে। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কলকাতার চিৎপুর রোড, বিবেকানন্দ রোডসহ একাধিক রাস্তা।
ঘটনাস্থলে নেমেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। এ ঘটনায় কলকাতা শহরের উত্তরাংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ভাঙা ব্রিজের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধার করতে ড্রিল মেশিন ও গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে পাথরের স্লাব ও লোহার রড। উত্তর কলকাতার চিৎপুর রোড ও এমজি রোডের সংযোগস্থলে নির্মীয়মাণ এ ফ্লাইওভার ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতেই এই ব্রিজের ঢালাই কাজ শুরু হয়েছিল। ঘটনার খবর পেয়েই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা বাতিল করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যেই উদ্ধারকাজে নেমেছে আধা-সামরিক বাহিনীর দুটি ইউনিট, দমকল বাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনী, কুইক রেসপন্স টিম ও ট্রমা কেয়ার ইউনিট।
এরই মধ্যে কলকাতার হাসপাতালের চিকিৎসকদের ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্র : এন টিভি

Related Articles

Leave a Reply

Back to top button