sliderস্থানীয়

কর্ম নির্ভরতা ও সততা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামসুজ্জামান বলেছেন, বিজ্ঞাপন সম্মত জ্ঞানার্জনের মাধ্যমে কর্ম নির্ভরতা ও সততা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়ে ব্যক্তি সমাজ তথা রাষ্ট্রকে স্বনির্ভর করার বাস্তব পদক্ষেপ চলমান রেখেছে, এসব কর্মসূচী বাস্তবায়নে স্ব স্ব দপ্তর বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চলমান রয়েছে। ১৯ নভেম্বর রোববার কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ৫ দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরোদ্ধে জনসচেতন মূলক প্রশিক্ষণ কর্মশালায় দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ গ্রহণ ও বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিতাস উপজেলা পরিষদ সম্মেলন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায়ে ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খায়রুল হোসেন ও উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ গোলাম ফারুক।তিতাস উপজেলা প্রশাসন ও তিতাস উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
একই দিনে অপরাহ্নে দাউদকান্দি উপজেলায় অনুরূপ পৃথক অনুষ্ঠানে কুমিল্লা উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button