sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্ত ২২৬, আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৪৪ জন। ২২৬ জনের মধ্যে রাজধানীতেই ১৫৫ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯ শতাংশ। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৩ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০লাখ ৮ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫হাজার ২৫২টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১১ জন এবং নারী ১০ হাজার ৬০২ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী শনাক্ত হয়েছন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button