sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্ত ২২৪১ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৮৭ জন। ২ হাজার ২৪১ জনের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৮১৪ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৮১ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৪৫ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। গত ২৪ ঘণ্টায় ১৫২ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬০৪ জন এবং নারী ১০ হাজার ৫৪১ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৯৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button