sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্ত ২০৮৭, আরও ৩ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ১০১ জন। ২ হাজার ৮৭ জনের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৭৯৫ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৮৬ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। একই সময়ে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৪৫ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় ২০০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ এবং ২ জন নারী মারা গেছেন। মৃত্যু তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। একজন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬০৪ জন এবং নারী ১০ হাজার ৫৪১ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৮৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button