sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্ত ১৯০২, আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ১০৫ জন। ১ হাজার ৯০২ জনের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৪৪০ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৭৬ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২২ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৬২ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৩০৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টা ১ জন পুরুষ এবং ১ জন নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬১৪ জন এবং নারী ১০ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীরা ১ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৬০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৮ জন, বরিশাল বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button