
চলমান করোনাভাইরাস পরিস্থিতিকে যুদ্ধাবস্থা হিসেবে আখ্যায়িত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ সময়ে হাত গুটিয়ে বসে থাকা সমীচীন নয়।
তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলা একটি যুদ্ধাবস্থা। এ যুদ্ধ এক জীবাণুর বিরুদ্ধে। সুতরাং এ সময়ে আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকব, সেটি যেমন সমীচীন নয়, সেই সাথে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করতে হবে।’
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দপ্তরপ্রধানদের সাথে সভার শুরুতে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে পৃথিবীর কোনো দেশ এটি থেকে মুক্ত থাকেনি। শুধু তাই নয়, ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও অনেক বেশি।’
দেশে লকডাউন শিথিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এটি খেটে খাওয়া মানুষের দেশ, এখানে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রাখতে হয়।’
আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘প্রায় আড়াই মাস সবকিছু বন্ধ থাকলেও সরকারের প্রাণান্ত প্রচেষ্টা ও সৃষ্টিকর্তার দয়ায় একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেননি। কিন্তু মানুষের জীবন ও জীবিকা রক্ষার তাগিদেই সীমিত আকারে অনেক কিছু খোলা হয়েছে।’
জেলা-উপজেলাসহ মাঠ প্রশাসন এক দিনের জন্যও বসেছিল না জানিয়ে তিনি বলেন, ‘ছেলে-মেয়ে যেখানে বাবা-মায়ের লাশ ধরেনি, সেখানে উপজেলা প্রশাসন আর পুলিশ গিয়ে সেই লাশ সৎকার করেছে, জানাজাও তারা করেছে।’
তথ্য সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি