sliderউপমহাদেশশিরোনাম

করোনা : দৈনিক শনাক্তে রেকর্ড গড়ে ভারতে ৪০ লাখ ছাড়াল সংক্রমণ

দৈনিক শনাক্তে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছে করোনাভাইরাসের বর্তমান হটস্পট ভারত। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা সংক্রমণ ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
শনিবার সকালের ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৮৭ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৪ হাজার ১৫৬ জন।
এদিকে ভারতে মোট করোনা সংক্রমণ ৪০ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬৩৫ জনে।
করোনা সংক্রমণে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারত দু-তিন দিনের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকে যেতে পারে। মোট ৪০ লাখ ৯১ হাজার সংক্রমণ নিয়ে এক ধাপ সামনে থাকা ব্রাজিলের চেয়ে ৭১ হাজার পিছিয়ে ভারত। তবে ব্রাজিলের চেয়ে ভারতের দৈনিক সংক্রমণ প্রায় দ্বিগুণ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত। এরপর থেকে দৈনিক সংক্রমণে টানা বিশ্ব রেকর্ড গড়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৮ লাখের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৯ হাজারের মতো। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button