sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় শনাক্ত ২২০, আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা একই ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২২০ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২৫৩ জন। ২২০ জনের মধ্যে রাজধানীতেই ১৪৯ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০৪ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৭ হাজার ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪৫ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪০টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ এবং ১ জন নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭০৬ জন এবং নারী ১০ হাজার ৫৯৮ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের ১ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছন।

Related Articles

Back to top button