sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় শনাক্তের হার ১১.০৩, আরও একজনের মৃত্যু

করোনায় দৈনিক শনাক্তের হার ১১ শতাংশের উপরে। দৈনিক শনাক্ত পৌনে ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৭৪ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৭৩ জন। ৮৭৪ জনের মধ্যে রাজধানীতেই ৭৯০ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৯০ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৩ জন।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ৮৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় একজন পুরুষ মারা গেছেন। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৯ জন এবং নারী ১০ হাজার ৫৩৪ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৮১২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button