sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় মৃত্যুশূন্য টানা পাঁচ দিন, নতুন শনাক্ত ২৮

দেশে টানা পাঁচ দিন করোনার মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২৮ জনে দাঁড়িয়েছে । দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬১০ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য , বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button