sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
করোনায় ভেনেজুয়েলাতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিক্ষোভে গুলি

ভেনেজুয়েলাতে করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে।
আলজাজিরা জানায়, দক্ষিণ ভেনেজুয়েলার একাধিক শহরে দুই দিন ধরে বিক্ষোভ চলছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নেমে আসে।
বৃহস্পতিবার উপাতা শহরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে একজন নিহত হয়।
এদিকে দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৩১১ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে অন্তত ১০ জন।