sliderবিনোদন

করোনায় পুলিশের পাশে নিপুণ

করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন ও গৃহবন্দী রাখা নিশ্চিত করাসহ দেশের নানা জায়গায় নানা বিষয়ে কাজ করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। গত ৯ এপ্রিল ছিল পবিত্র শবে বরাত। পবিত্র এই রজনীতেও তাদের বাড়ি ফেরার সুযোগ হয়নি। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে পুলিশের জন্য রান্না করে খাবার পাঠালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ।
চিত্রনায়িকা নিপুণ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, ‘কাল ছিল শবে বরাত। এই পুলিশ ভাইয়েরা এখন বাড়ি থেকে অনেক দূরে। তাই বনানী থানার ৭০ জন পুলিশের জন্য আমার সামান্য আয়োজন। আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন। সুস্থ রাখুন। আমিন।
এর আগে নিপুণ তার প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ বন্ধের পাশাপাশি অগ্রিম বেতন দিয়ে কর্মীদের ছুটিতে পাঠান।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নিপুণ।

Related Articles

Leave a Reply

Back to top button