sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফলে দেশে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২১২ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে সাতজনই ঢাকার। এছাড়া চট্টগ্রাম ময়মনসিংহের একজন করে। তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

Related Articles

Leave a Reply

Back to top button