sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় আক্রান্ত রানি এলিজাবেথ

বাকিংহাম প্রাসাদ থেকে বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হালকা ঠান্ডার লক্ষণ দেখা দিয়েছে তার। তিনি সামনের সপ্তাহে উইন্ডসোর থেকে ‘হালকা দায়িত্বগুলো’ পালন অব্যাহত রাখবেন। রাজপ্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অব্যাহতভাবে চিকিৎসা নেবেন রানি। চিকিৎসকদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর। বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন তিনি। গত সপ্তাহে করোনা পজেটিভ ধরা পড়ে প্রিন্স চার্লসের।
বৃটেনের রাজতন্ত্রে রানি সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়ার কয়েক সপ্তাহ পরে এ ঘোষণা দেয়া হয়েছে। গত ৬ই ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণের ৭০ বছরের প্লাটিনাম জুবিলি স্পর্শ করেন। এ উপলক্ষে কমপক্ষে তিন মাসের মধ্যে প্রথম তিনি বড় আকারে জনগণের সঙ্গে মেশেন। স্যান্ড্রিংহ্যাম হাউজে দাতব্যকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button