আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার নতুন ধাক্কায় ৭ দিনে ৪০ শতাংশ মৃত্যু বাড়ল ইউরোপে

শীত আসতেই করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে ইউরোপে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ।
অস্ট্রিয়া, ইতালি, রাশিয়া, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাজ্যে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওই সব দেশে হাসপাতালগুলো দ্রুত রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। ইতালিতে মারা গিয়েছেন ২২১ জন। অস্ট্রিয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক হাজার।
এক সপ্তাহের মধ্যে মৃত্যুর হার লাফিয়ে বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও। তাদের হিসেব অনুযায়ী এক সপ্তাহে ৪০ শতাংশ মৃত্যুর হার বেড়েছে ইউরোপে। সংস্থাটির মতে, দ্রুত ইউরোপে কঠিন লকডাউনের ব্যবস্থা না করলে ফলাফল গতবারের চেয়েও ভয়াবহ হতে পারে।
নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় ইউরোপের বহু দেশেই ফের কড়াকড়ি শুরু হয়েছে। ফ্রান্স, জার্মানিসহ ইউরোপেরে দেশগুলো করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য নানা ব্যবস্থা নিয়েছে।
নতুন করে কড়াকড়ির বিরুদ্ধে আন্দোলনও শুরু হয়েছে। জার্মানি, ইতালিতে রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করছেন। মঙ্গলবার ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়েছে। দেশটির রাস্তায় আগুন জ্বলেছে।
কিন্তু ডব্লিউএইচও বলছে, আগের মতোই নতুন করে সার্বিক লকডাউনের দিকে যেতে হবে বিভিন্ন দেশকে। নইলে দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা সমস্যা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রেও নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষা দেখা গেছে, গত এক সপ্তাহে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। মৃত্যুর সংখ্যাও সেখানে বাড়ছে।
এক সপ্তাহে করোনায় মারা গিয়েছেন পাঁচ হাজার ৬০০ জন। হাসপাতালে যাওয়ার পরিমাণ বেড়েছে ১৩ শতাংশ। নতুন হটস্পট হয়ে উঠেছে ইলিনয়। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারেরও বেশি মানুষ। টেক্সাসের পরিস্থিতিও একই রকম।
এই পরিস্থিতির মধ্যে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভোটের পর সংক্রমণ আরও বাড়তে পারে। করোনার ভয়ে বহু মানুষ আগেই ভোট দিয়ে দিচ্ছেন। রেকর্ড সংখ্যক পোস্টাল ভোটও পড়ছে এবার।
সুত্ডর : ডয়চে ভেলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button