
মানিকগঞ্জ প্রতিনিধি : আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে করোনার প্রথম ডোজ টিকা নিতে উদ্বুদ্ধ করতে রোড শো করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে রোড শো বের করা হয়। এরপর বেওথা রোড হয়ে শহীদ রফিক চত্বরে এসে শেষ হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও প্যানেল মেয়র তছলিম হৃদয় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হবে না বলে গত ফেব্রুয়ারি ১৬ জানান জাতীয় করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক।