করোনাভাইরাস : ফ্রান্সের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রেক্ষাপটে এবার ফ্রান্সের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এমন ঘোষণা দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টেলিভিশন ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বৈশ্বিক করোনাভাইরাস প্রেক্ষিতে সতর্কতা মূলকভাবে দেশটির সকল ধরনের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার এই ঘোষণা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রেক্ষিত বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট বলেন, এটি ফ্রান্সের এ যাবৎকালের সবচেয়ে স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট দেশটির সকল সত্তরোর্দ্ধ নাগরিকদের অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে বলেছেন, বিনা প্রয়োজনে বাইরের কারও সঙ্গে দেখা সাক্ষাৎ করা থেকে বিরত থাকতে হবে।
প্রসঙ্গত, ফ্রান্সে এখন পর্যন্ত বাইশ শত এর অধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নিশ্চিত পরিচয় পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ফ্রান্স বিশ্বের সপ্তম করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ।