sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাভাইরাসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্ত ৩,০০০

চীনের ‘রহস্যময়’ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় তিন হাজার ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির নববর্ষের ছুটি তিন দিন বাড়িয়ে রবিবার পর্যন্ত করা হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র হুবেই প্রদেশের রাজধানী উহান গোটা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার হেলথ কমিশন কর্মকর্তারা জানান, হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। বাকি চারজন অন্যত্র মারা গেছেন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে ২ হাজার ৭৪৪ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ৩০০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এছাড়া থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ৪১ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এই ভাইরাসে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button