sliderউপমহাদেশশিরোনাম

করোনার ভয়ে ৯০ ভারতীয়কে নিয়ে আসা বিমান নামতে দিল না দিল্লি

করোনা আতঙ্কের ভেতর আমস্টারডাম থেকে আসা একটি বিমানকে নিজেদের বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি দিল্লি প্রশাসন। ওই বিমানে ৯০ জন ভারতীয় যাত্রী ছিলেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই বিমানের ফ্লাইট প্ল্যানের অনুমোদন ছিল না। তাই বিমানটিকে দিল্লিতে নামার অনুমতি দেওয়া হয়নি। বিমানটি শেষ পর্যন্ত আমস্টারডামেই ফিরে যায়।
যত দিন গড়াচ্ছে, ততই করোনা আতঙ্ক থাবা বসাচ্ছে দুনিয়া জুড়ে। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে ইতালি ও স্পেনের পরিণতি দেখে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে আসা বিমানের ওপর বিধিনিষেধ জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত ১৮ মার্চই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল।
শুক্রবার কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনসের বিমানটি ওই বিধি লঙ্ঘন করেছে। তার ফ্লাইট প্ল্যানেরও অনুমোদন ছিল না। তাই সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button