পতাকা ডেস্ক: জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেছেন, ‘কবিরা সমাজ ও রাষ্ট্রের ভ্যানগার্ড। তাদের কলম জাতিকে, রাষ্ট্রকে দিক নির্দেশনা দেয়। সকল অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে তোলে। কবিতা পরিষদের জন্ম হয়েছিল, সামরিক স্বৈরাচারকে রুখে দিতে। এবার তারা রুখে দাঁড়িয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবে না, এটাই এখন কবিতা পরিষদের মূল দাবী।’
গত ১৯ নভেম্বর মঙ্গলবার, ইস্কাটন গার্ডেন রোডের ‘কাজল মিলনায়তনে’ ‘বৈষম্যমূক্তির জন্য কবিতা’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবিতা পরিষদের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান একথা বলেন। শিল্পী মিশু দাসের কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কবিতা পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন এবং যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আসাদ কাজল।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, কবি দিদারুল আলম, কবি শ্যামল জাকারিয়া, কবি হোসেন আব্দুল মান্নান, কবি নূরুনবী সোহেল, কবি এবিএম সোহেল রশিদ, কবি ফরিদুজ্জামান, কবি মহসিন সৈকত, কবি আসাদ কাজল, কবি রফিক হাসান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি বাবু হাবিবুল, কবি নাজমুল হক, কবি জামিল জাহাঙ্গীর, কবি মাসুদুর রহমান, কবি শিপ্রা পারভীন, কবি মোকাররমা আকতার, কবি রফিক হাসান, কবি সুমন মুস্তাফিজ, কবি শরীফ খান দীপ, কবি মতিউর রহমান মানু, কবি সাবরিনা নিপু, কবি মুহাম্মদ কুতুবউদ্দিন, কবি মোঃ মাহবুবুর রহমান সোহেল, কবি শুভ ঘোষ, কবি অভিলাষ দাস, কবি রেবেকা শিল্পী, কবি তাওহীদুল ইসলাম জনি, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি সাদিক মোহাম্মদ, কবি বোরহানউদ্দীন ইউসুফ ও কবি কাব্য রাসেল।
বক্তারা, আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার, বিকাল ৪টায়, নিয়মিত সাপ্তাহিক কবিতাপাঠ ও কবিতা বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণের জন্য কবি ও কবিতাপ্রেমীদের আমন্ত্রণ জানান।